খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ঈদুল ফিতরের দিনে করণীয়

ড. মুহাম্মদ বেলায়েত হুসাইন |
০১:০৩ এ.এম | ০৮ এপ্রিল ২০২৪


‘ঈদুল ফিতর’ শব্দ দু’টি আরবী। ‘ঈদ’ অর্থ আনন্দ উৎসব আর ‘ফিতর’ অর্থ উপবাস ভঙ্গ করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদের আগমনে রোজা ভেঙে আল্লাহর বিশেষ শুকরিয়াস্বরূপ যে আনন্দ-উৎসব করে ইসলামী শরী’আতের পরিভাষায় তা’ই ঈদুল ফিতর।
ঈদুল ফিতর সারা বিশ্বের মুসলমানদের সর্বজনীন আনন্দ-উৎসব। এই ঈদের দিনে আমাদের জন্য রয়েছে কিছু করণীয়।

আসুন আমরা সেগুলো জেনে নিই।
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। 
২. মিসওয়াক করা। 
৩. গোসল করা। 
৪. শরী’আত সম্মত সাজসজ্জা করা। 
৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। 
৬. সুগন্ধি ব্যবহার করা। 
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করা, যেমন: খেজুর। 
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া।
৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। 
১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। 
১১. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। 
১২. পায়ে হেঁটে যাওয়া।
১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা। তাকবীরের শব্দগুলো হচ্ছে- আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
১৪. শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিনে সাহাবায়ে কিরাম রাযিয়াল্লাহু আনহুমদের সম্ভাষণ ছিল-‘তাক্বব্বালাল­হু মিন্না ওয়া মিংকুম’।
আল্লাহই সর্বজ্ঞ। মহান আল্লাহ তা’য়ালা আমাদেরকে আমাল করার তৌফিক দান করুন। (আমিন) 
সংকলক : লেখক ও গবেষক।