খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

গুরুত্বপূর্ণ দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারে পাল্টে গেছে ভোটের চিত্র

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:১৭ পি.এম | ২৭ এপ্রিল ২০২৪


ভোটের ঢাক ঢোল পিটিয়ে আগে থেকেই নির্বাচনী মাঠে ছিলেন তারা। সে লক্ষেই মনোনয়নপত্র ক্রয় ও জমাও দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই চেয়ারম্যান পদের গুরুত্বপূর্ণ দুই প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ও উপজেলা জামায়াতের আমির মাওঃ ওলিয়ার রহমানের মনোনয়নপত্র প্রত্যাহারে নির্বাচনী ইমেজ অনেকটা ম্লান হয়ে পড়েছে । তবে রাজনৈতিকভাবে তাদের স্ব স্ব দলীয় সাংগাঠনিক অবস্থা মজবুত থাকলেও মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে উঠে এসেছে নানান মন্তব্য। কেউ বলছে, এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকা বা দলের একক প্রার্থী চূড়ান্ত না হওয়াতে তারা ভোট থেকে সরে গেছেন। আবার কেউ বলছে, দলীয় সংগঠনের নির্র্দেশনায় সরে গেছেন তারা। তবে এসব বিষয় ছাড়াও সাধারণ ভোটারদের অভিমত এবারের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থীরা সবাই আওয়ামী ঘরানার। যে কারণে কোন বিরোধী দলীয় পক্ষ না থাকায় যেন এক দলের নেতা বাছাইয়ের মত ভোটযুদ্ধ হচ্ছে। সবমিলিয়ে এমন অবস্থায় কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনী আমেজে ভাটা পড়েছে। তারপরও প্রতীক পেয়েই প্রার্থীরা শহর গ্রামাঞ্চলে তাদের প্রচার প্রচারণা ও ভোট ভিক্ষায় মাঠ চষে বেড়াচ্ছেন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইটাল দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ৫ জন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী (আনারস), সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল (টেলিফোন), সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (মটরসাইকেল), সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ শমসের (হেলিকপ্টার) ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ (কাপ পিরিচ) নির্বাচনী ভোটযুদ্ধে আবর্তিত হবেন। এছাড়াও ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রথম ধাপের নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ এ উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হইবে আগামী ৮ মে।
মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে বিগত তিনবারের নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের প্রবিন নেতা জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু সাংবাদিকদের জানান, ইতিপূর্বে তিনি দলীয় মনোনয়নেই নির্বাচন করে চেয়ারম্যান হয়েছিলেন। কিন্তু এবারে তার দল আ’লীগ দলীয় মনোনয়ন বা প্রতীকের বাইরে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে দল থেকেই একাধিক প্রার্থী হয়েছেন। যারা প্রার্থীরা সবাই তার জুনিয়র। সে কারণে শেষ মুহূর্তেও একক প্রার্থী হিসেবে কেউই সমঝোতা বা আলোচনা না করায় তিনি নিজ ইচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 
অপরপ্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওঃ ওলিয়ার রহমান জানান, প্রথম ধাপে নির্বাচনে সারাদেশে তাদের দলের হয়ে ৮০ জন প্রার্থী হয়েছিল। সর্বশেষ তাদের দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসে নির্বাচন করা যাবে না। তাই তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে এবারের ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীই আওয়ামী ঘরনার। সে কারণে বিরোধী দল বা স্বতন্ত্র ঘরনার কেউ অংশ না নেওয়ায় ভোটের উৎসব ও আমেজ অনেকটাই ঝিমিয়ে গেছে। কারো কারো অভিমত এবারের নির্বাচনে ব্যক্তিগত যোগ্যতায় প্রার্থীদেরকে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। কিন্তু তারপরও কেউ কেউ আবার তাকিয়ে আছেন স্থানীয় এমপি’র অনুকম্পার আশায়। যে কারণে ভোটের মাঠ চষে বেড়ানোর পাশাপাশি অনেকে আবার এমপি’র আশির্বাদ পেতে প্রতিদিনই ধরণা দিচ্ছেন দলীয় কার্যালয়ে। তবে স্থানীয় এমপি কেন্দ্রের নির্দেশনা মেনে এখনও কারো পক্ষে কোন মতামত দেননি। কিন্তু তারপরও শেষ মুহূর্তেও যদি তিনি কারো আশির্বাদ দেন তবে তারই জয় সুনিশ্চিত হতে পারে বলে ধারণা অনেকেরই।
তবে উপজেলা নির্বাচন বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার বলেন, এবার নির্বাচনে আ’লীগের কেন্দ্রীয় হাইকমান্ড থেকে নির্দেশনা আছে দলীয় প্রতীক বা সমর্থন দেওয়া যাবে না। সে মর্মে তিনি কাউকে সমর্থন দেননি। তিনি বলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী আওয়ামী ঘরনায় হলেও তিনি প্রার্থীদেরকে স্ব স্ব ভাবে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন।