খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২

ভোটার উপস্থিতিই বড় চ্যালেঞ্জ

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী সবাই আ’লীগের

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ |
১১:৩৯ পি.এম | ০৬ মে ২০২৪


রাত পোহালেই বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। শেষ সময়ে এসে প্রার্থী ও সমর্থকেরা এখন ভোট ভিক্ষায় ব্যস্ত সময় পার করছেন। এবারের নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ না থাকায় ভোটের মাঠে তেমন কোন উত্তাপ নেই বললেই চলে। তারপরও ভোট যুদ্ধে যারা মাঠে আছেন তারা সকলেই এক দলীয় আওয়ামী ঘরানার। সেকারণে সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে যেন তেমন কোন উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে না। ক্ষমতাসীনদল আ’লীগ থেকে এবারে দলীয় মনোনয়ন বা প্রতীক না দিলেও সাধারণ ভোটারদের কাছে এটি একদলীয় নির্বাচনের সামিল বলে গণ্য হচ্ছে। ভোটাররা বলছেন, এখন তীব্র তাপদাহ চলছে। এরিমধ্যে মাঠে ইরি ধান কাটা ও গোছানোর কাজে ব্যস্ত গ্রামাঞ্চলের মানুষ। যে কারণে ভোট নিয়ে তেমন একটা আগ্রহ নেই তাদের। তারপরও এবারে বিএনপি জামায়াত নির্বাচন বয়কট করায় একদলীয় এমন নির্বাচন অনেকটা ম্লান হয়ে পড়েছে।  ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে প্রার্থীরাও যেন কচ্ছপ গতিতে হাটছেন। এখন পর্যন্ত অনেক প্রার্থীকে তারা চোখেও দেখেনি। এসব কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিত করায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রার্থীদের। 
সাধারণ ভোটারদের সাথে আলাপকালে শহরের মধুগঞ্জ এলাকার হিরু আনাম বলেন, ভোট তো নয় যেন শহর কেন্দ্রিক মাইকিং এর প্রতিযোগিতা চলছে। আগে নির্বাচন আসলে শহর ও গ্রামাঞ্চলের পাড়া মহল­ায় আনন্দ উৎসব দেখা যেতো। হাট বাজারের মোড়ে মোড়ে চায়ের দোকানে ভোট নিয়ে গল্প ও তর্ক যুদ্ধ চলতো। এবারে এমন দৃশ্য চোখেই পড়ে না। তার ধারণা, ভোটের মাঠে যেতে অধিকাংশ ভোটাররা অনীহা দেখাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় প্রতীক না দিলেও যারা ভোটে অংশ নিয়েছে তারা সবাই একই দলের লোক। এ কারণে একতরফা ভোটের যেন প্রাণ হারিয়েছে। অপরদিকে ভোটারদের কেউ কেউ বলছে, আগের সময় গুলিতে ভোট আসলে মানুষের মধ্যে একপ্রকার উৎসব উদ্দীপনা কাজ করতো। কিন্তু এখন তা আর নেই। দীর্ঘ সময় ধরে একদলীয় ভোট প্রথা প্রচলন হওয়ায় এখন আর ভোট নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা নেই। সর্বোপরি এর মধ্যেই প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবারে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪। মোট ভোট কেন্দ্র ৯১টি। এখানে চেয়ারম্যান প্রার্থী হিসাবে লড়ছেন ৫ জন। এরা হলেন-বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী (আনারস) প্রতীক, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল (টেলিফোন) প্রতীক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (মটরসাইকেল) প্রতীক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ শমসের (হেলিকপ্টার) প্রতিক ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ (কাপ পিরিচ) প্রতিকে নির্বাচনী ভোটযুদ্ধে আবতির্ত হবেন। 
এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন-শফিকুজ্জামান রাসেল, আনিচুর রহমান মিঠু মালিতা ও সঞ্জয় বিশ্বাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন-শাহানাজ পারভীন ও তিথি রানী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এবারের ভোট নিয়ে প্রার্থীদের ভাষ্য, এখন মাঠে ধান কাটা শুরু হয়েছে। সেই সাথেই প্রচন্ড তাপদাহ চলছে। রোদ ও গরম বাতাসে চলাচল করা দুস্কর হয়ে পড়েছে। এ কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে তারা শঙ্কায় রয়েছেন। তবে, এরিমধ্যেই প্রার্থীরা দিনে ও সন্ধ্যার পর গ্রামে হাটে বাজারে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। তারা ভোটারদের অনুরোধ করছেন ভোটের দিনে কেন্দ্রে আসার জন্য । 
সাধারণ ভোটারদের অভিমত মূলত এখানে দ্বিমুখী লড়াই হতে পারে। এ উপজেলাতে আ’লীগের দু’টি গ্র“প বিদ্যমান রয়েছে। বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীর সাথে জাহাঙ্গীর হোসেন সোহেল বা শেষ মুহূর্তের নাটকিয়তায় অপর যে কোন প্রার্থী লড়াইয়ে উঠে আসতে পারে।