খুলনা | বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

ঝিনাইদহে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |
০৪:৩৭ পি.এম | ১৮ মে ২০২৪


ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল।

উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৮ মে) এ আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নজরুল ইসলাম দুলাল স্ব-শরীরে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তার প্রার্থিতার কাগজ প্রত্যাহারের জন্য আবেদন জমা দেন।

এছাড়া খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলিম নেজামী প্রার্থিতা প্রত্যাহারের জন্য চিঠি জমা দিয়েছেন।

এ নির্বাচনে এখন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার ছাড়া আর কোনো প্রার্থী রইলো না।

প্রার্থিতা প্রত্যাহারের পর নজরুল ইসলাম দুলাল জানান, আমি আওয়ামী লীগ করি। দলীয় মনোনয়ন পান নায়েব জোয়ারদার। দলের সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছি। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। সে কারণেই আমি প্রত্যাহার করেছি। আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকল না। আমি নায়েব আলীকে সমর্থন দিচ্ছি। তিনি যেন দলের সকল নেতাকর্মীকে এক কাতারে রেখে বিচার করেন। দলীয় কোন্দল যেন আর না হয়।