খুলনা | সোমবার | ০৭ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২

নতুন ঠিকানায় যাওয়া পরিবারগুলোতে খুশির আমেজ

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর হস্তান্তর

খবর ডেস্ক |
১১:৫৮ পি.এম | ১১ জুন ২০২৪


আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে ৫ম পর্যায়ে গতকাল মঙ্গলবার সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আর এর মধ্যদিয়ে বিভিন্ন জেলা উপজেলাকে পুরোপুরি ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষলা করা হলো। সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়ালি গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায়ও জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মাথা গোঁজার ঠাঁই নতুন ঠিকানায় যাওয়া পরিবারগুলোতে খুশির আমেজ বইছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
পাইকগাছা : উপজেলায় ৩৫ টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে উপজেলার গড়ইখালীর ৩৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৌত্র, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ, পল­ী বিদ্যুতের ডি জি এম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু ও উপকারভোগিসহ গণমাধ্যম কর্মীরা।
কচুয়া : উপজেলায় ১১৬টি ঘর পেলেন গৃহহীন পরিবার। এ লক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আবু হাসনাত খান (পিপিএম) ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু। শেখ তন্ময় অডিটরিয়ামে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সুমন, হনুফা খাতুনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
ফকিরহাট : উপজেলায় ১৫০টি পরিবার পেয়েছেন জমি ও গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে জমির কাগজপত্রসহ ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির, মোঃ ইউনুস আলী শেখ, এড. হিটলার গোলদার, ফারুকুল ইসলাম ওমর প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী, উপকোরভোগী পরিবার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ফকিরহাট উপজেলায় পঞ্চম দফায় ১৫০টি পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে। এ পর্যন্ত মোট ৬৯০টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে।  যারা জমি ও ঘর পেয়েছেন তারা বিদ্যুৎ, স্যানিটারী ল্যাট্রিন, সুপেয় পানির ব্যবস্থাসহ বসবাসের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বলে জানান। 
মোংলা : পানি ও বিদ্যুৎ ব্যবস্থাসহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দৃষ্টিনন্দন নতুন ঘর ও  জমি পেয়েছেন ২শ’ ভূমিহীন পরিবার। দুুপুর সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপকারভোগী পরিবাবের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার নিশাত তামান্না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস, উৎপল মন্ডল ও উপজেলা অন্যান্য কর্মকর্তাসহ আরো অনেকে। এর আগে ৪ দফায় মোংলায় ৮৫৩টি ঘর প্রদান করা হয়েছিলো, এবার দেয়া হলো আরো ২০০ পরিবারকে। জমি ও ঘরের কাগজপত্র হাতে পেয়ে আনন্দিত এমনটি জানিয়েছেন প্রতিবন্ধী উপকারভোগী শাহানাজ, আঙ্গুরী বেগম, শেফালি বেগম, দিনোমনি হালদার ও রিক্সা চালক আজগরসহ উপকারভোগীরা। তারা জমি এবং ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
দাকোপ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাকোপ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে গৃহ হস্তান্তর সভায় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার শেখ আব্দুল কাদের, মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন অফিসার আমজাদ হোসেন সরদার, আইসিটি অফিসার সমীর কুমার বিশ্বাস, অধ্যক্ষ অসীম কুমার থানদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ উপজেলা প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ, সহকারি কমিশনার (ভূমি) অফিসের প্রধান সহকারি মোঃ মোসাদ্দেক আলী, নাজির কিরণ বালা, সার্ভেয়ার মোঃ আকতারুজ্জামান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ। 
কেশবপুর : উপজেলায় ভ‚মি ও গৃহহীন ৮০টি পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল­ুর রশীদ, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ। 
রামপাল :  বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপজেলায় ৫ম পর্যায়ে ১৫০ টি গৃহ হস্তান্তর করা হয়। অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি সোমেন দাশ, এলজিইডি প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, পিআইও মোঃ মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল কুদ্দুস, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, সহকারী তহশিলদার এড. মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
কালীগঞ্জ (ঝিনাইদহ): কালীগঞ্জে ভূমিহীন গৃহহীন আরো ৮০ টি পরিবার পেল নতুন ঘরের চাবি ও দলিল। এ নিয়ে উপজেলাতে মোট ২শ’ ২১ টি ভূমিহীন পরিবার পেল নতুন ঘরের দলিলপত্র। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উপকার ভোগীদের হাতে ঘরের জমির দলিল ও কাগজপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয় কালীগঞ্জে এ পর্ষন্ত ২০১টি নতুন ঘর প্রদান ছাড়াও পর্ষায়ক্রমে উপজেলার সকল ভূমিহীনদের ঘরের ব্যবস্থা করা হবে। 
প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া ঘরের দলিল কাগজ হাতে পেয়ে উপজেলার বারবাজার আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী দুখু মিয়া আনন্দে উচ্ছাসিত হয়ে বলেন, এখন আর আমি ভূমিহীন নয়। আগে আমার কোন ঠিকানা ছিল না। এখন নিজস্ব একটা ঠিকানা মিলেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস ও গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। 
আশাশুনি : উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এ লক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। সহকারী প্রোগ্রামান আক্তার ফারুক বিল­াহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুবিধাভোগি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিকারকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠান স¤প্রচার করা হয়। উদ্বোধন ঘোষণার পরপরই আশাশুনির ১৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।