খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

১৯ বলে ম্যাচ জিতে বিশ্বকাপে ইংল্যান্ডের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৫ পি.এম | ১৪ জুন ২০২৪


টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে এবারের আসরে তাদের শুরুটা ভালো হয়নি একেবারেই। স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর অস্ট্রেলিয়ার কাছে হার। সব মিলিয়ে শেষ আটে ওঠতে পারবে কি না তা নিয়েই শঙ্কায় ছিল ইংলিশরা। সুপার এইটে যেতে হলে জয়ের সঙ্গে রান রেটও বেশ বাড়িয়ে নিতে হত জস বাটলারদের। আজ 'বি' গ্রুপের ম্যাচে আইসিসির সহযোগী দেশ ওমানকে পেয়ে সেই কাজটিই করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ওমান আজ গুটিয়ে গেছে মাত্র ৪৭ রান করেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে কম দলীয় রানের তালিকায় চার নম্বরে আছে এটি।

মার্ক ওড, জোফরা আর্চারের সঙ্গে আজ ওমান ব্যাটারদের উপর তোপ দেগেছেন আদিল রশিদ। দুই পেসারই নিয়েছেন তিনটি করে উইকেট আর লেগ স্পিনার রশিদ নিয়েছেন ৪টি। ইংলিশ বোলারদের তোপের সামনে পড়ে তাই ৪৭ রানেই গুটিয়ে যায় ওমান। ওমানের হয়ে আজ দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল একজন ব্যাটার, শোয়েইব খান করেছেন ১১।

এদিকে ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৯ বলেই জয় তুলে নিয়েছে ইংলিশরা। যদিও ২ টি উইকেট হারিয়েছে জস বাটলারের দল। ৩ বলে ১২ রান করে ফিল সল্ট আউট হওয়ার পর ৭ বলে ৫ রান করে আউট হন উইল জ্যাকস। তবে বাকি কাজটুকু সেরেছেন বাটলার নিজেই। ইংলিশ অধিনায়ক ৮ বলে ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। সঙ্গে ছিলেন জণি বেয়ারস্টো, তিনি করেছেন ২ বলে ৮ রান।

এদিকে ১৯ বলে ম্যাচ জিতে দারুণ এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড গড়েছে দলটি। আজ ওমানের বিপক্ষে ইংলিশরা জয় পেয়েছে ১০১ বল হাতে রেখে। এর আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে। ২০১৪ সালে লঙ্কানরা নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল হাতে রেখে জিতেছিল।টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে এবারের আসরে তাদের শুরুটা ভালো হয়নি একেবারেই। স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর অস্ট্রেলিয়ার কাছে হার। সব মিলিয়ে শেষ আটে ওঠতে পারবে কি না তা নিয়েই শঙ্কায় ছিল ইংলিশরা। সুপার এইটে যেতে হলে জয়ের সঙ্গে রান রেটও বেশ বাড়িয়ে নিতে হত জস বাটলারদের। আজ 'বি' গ্রুপের ম্যাচে আইসিসির সহযোগী দেশ ওমানকে পেয়ে সেই কাজটিই করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ওমান আজ গুটিয়ে গেছে মাত্র ৪৭ রান করেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে কম দলীয় রানের তালিকায় চার নম্বরে আছে এটি।

মার্ক ওড, জোফরা আর্চারের সঙ্গে আজ ওমান ব্যাটারদের উপর তোপ দেগেছেন আদিল রশিদ। দুই পেসারই নিয়েছেন তিনটি করে উইকেট আর লেগ স্পিনার রশিদ নিয়েছেন ৪টি। ইংলিশ বোলারদের তোপের সামনে পড়ে তাই ৪৭ রানেই গুটিয়ে যায় ওমান। ওমানের হয়ে আজ দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল একজন ব্যাটার, শোয়েইব খান করেছেন ১১।

এদিকে ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৯ বলেই জয় তুলে নিয়েছে ইংলিশরা। যদিও ২ টি উইকেট হারিয়েছে জস বাটলারের দল। ৩ বলে ১২ রান করে ফিল সল্ট আউট হওয়ার পর ৭ বলে ৫ রান করে আউট হন উইল জ্যাকস। তবে বাকি কাজটুকু সেরেছেন বাটলার নিজেই। ইংলিশ অধিনায়ক ৮ বলে ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। সঙ্গে ছিলেন জণি বেয়ারস্টো, তিনি করেছেন ২ বলে ৮ রান।

এদিকে ১৯ বলে ম্যাচ জিতে দারুণ এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড গড়েছে দলটি। আজ ওমানের বিপক্ষে ইংলিশরা জয় পেয়েছে ১০১ বল হাতে রেখে। এর আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে। ২০১৪ সালে লঙ্কানরা নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল হাতে রেখে জিতেছিল।