খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

মোংলায় বিশেষ বর্ধিত সভায় খালেক

বর্তমান নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে কাজ করছেন তারা ভালো করেননি

মোংলা প্রতিনিধি |
০১:৪৪ এ.এম | ১৬ জুন ২০২৪


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে গিয়ে কাজ করছেন তারা ভালো করেননি। যে যতটুকু পানিতে নামবেন, ততোটুকু ভিজবেন এটাই নিয়ম। যারা দলের বিপক্ষে গিয়ে কাজ করেছেন তার ফলাফল আপনারা আগামী দিনে পাবেন। আমি দীর্ঘদিন আপনাদের সুখ-দুখের সাথে থেকে কাজ করেছি কিন্তু আমার চরিত্র হরণ করে যারা নিজেদের অবস্থান সক্রিয় করতে চায়, আর আপনারাও তাদের সমর্থন করেন, আবার আমি তাদের পক্ষে থাকবো এটা ভাবলেন কি করে।
শনিবার মোংলা দলীয় কার্যালয় আ’লীগের নেতা-কর্মীদের নিয়ে এক বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। উপজেলা নির্বাচন পরবর্তী মোংলায় ব্যাপক সংঘর্ষ ঘটেছে। রক্তাক্ত জখম ও আহত হয়েছেন ২৫/৩০ জন নারী-পুরুষ, নেতা-কর্মীদের নামে মামলাও হয়েছে বেশ কয়েকটি। এ ঘটনার নিরসনে সিটি মেয়র গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যলয়ে নেতা-কর্মীদের নিয়ে এ বর্ধিত সভায় মিলিত হন। নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পরাজিত প্রার্থী মোঃ ইব্রাহিম হোসেনসহ দলের মধ্যে তিন ভাগে বিভক্ত হওয়া স্থানীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস। বিশেষ বর্ধিত সভায় মোংলা উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তিন থেকে সাড়ে তিন হাজার দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। পিছনের সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এক জোটে কাজ করার আহŸান জানান মেয়র।