খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমার সম্ভাবনা নেই, খুলবে ৩ জুলাই

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ২১ জুন ২০২৪


দেশের নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি পুরোটাই বহাল থাকতে পারে। অর্থাৎ, আগামী ৩ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চলমান গ্রীষ্মকালীন ছুটি কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যতদূর জানি, এটা (গ্রীষ্মকালীন ছুটি) কমানোর সম্ভাবনাও নেই। ২ জুলাই পর্যন্তই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকতে পারে। তারপরও যদি কোনো সিদ্ধান্ত আসে, আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জানিয়ে দেবো।