খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

খুলনা জেলা কমিটির সভায় রুহিন হোসেন প্রিন্স

উপকূলীয় অঞ্চলের মানুষ-প্রাণ প্রকৃতি রক্ষায় বোর্ড গঠন করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ২১ জুন ২০২৪


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষ-প্রাণ প্রকৃতি রক্ষা করতে ও উপক‚লে পরিবেশ বান্ধব উন্নয়নের হাওড় বোর্ডের মত উপক‚লীয় বোর্ড গঠন করতে হবে। যার মাধ্যমে উপক‚ল এলাকার মানুষের জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগে নিয়ে ব্যাপক গবেষণা ও কার্যকরী উন্নয়ন কাজ করতে পারবে। রেমালে ক্ষতিগ্রস্ত কয়রা ও পাইকগাছা উপজেলা বিভিন্ন এলাকা পরিদর্শন করে বৃহস্পতিবার খুলনা জেলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, এই জরুরি ভাবে ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ পুনঃনির্মাণ করতে হবে। তিনি বলেন, স্থানীয় জনগণের সাথে কথা বলে জানলাম বাঁধ নির্মাণে বাজেটের অতি সামান্য ব্যয় করা হয় বাকী বড় অংকের টাকা লুটপাট হয়ে যায়। খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাসের সভাপতিত্বে সভায় রিপোর্ট উত্থাপন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, বিভিন্ন বিষয় নিয়ে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সহকারী সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এইচ এম শাহাদাত, এড. চিত্ত রঞ্জন গোলদার, অশোক সরকার, সুতপা বেদজ্ঞ, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, সুখেন রায়, ফরহাদ নাজিম, গাজী আফজাল হোসেন, শাহিনা আক্তার, আব্দুল হালিম, এস এম চন্দন, এড. প্রশান্ত মন্ডল, গাজী আলাউদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। 
সভায় উপক‚ল এলাকার সমস্যা নিয়ে শিগগিরই একটি সেমিনার ও পরবর্তীতে লড়াই সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।