খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুলনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৪ পি.এম | ১৮ জুলাই ২০২৪


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খুলনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর থেকেই জেলার বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা নগরীর জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।

এদিকে, নগরীর শিববাড়ী মোড় ও নতুন রাস্তার মোড়ে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি অত্যাধুনিক সাজোয়াঁ যান মোতায়েন থাকতে দেখা গেছে। মূলত এই তিনটি পয়েন্টে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মেরুল বাড্ডা ছাড়াও চট্টগ্রাম, মাদারীপুর, বগুড়া, নাটোরের কালাইখালি, রাজশাহীসহ কয়েকটি জেলায় আন্দোলনকারীদের সড়ক অবরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর মিলেছে।