খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

‘আমরা সব সময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী’

জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে দোষারোপ করা হচ্ছে বিএনপিকে : মির্জা ফখরুল

খবর প্রতিবেদন |
১২:৪৭ এ.এম | ২৫ জুলাই ২০২৪


গত কয়েক দিনে সারা দেশে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপিকে দোষারোপ করছে সরকার। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিস তছনছ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি না। আমার জানামতে এখন পর্যন্ত দুই হাজার নেতা-কর্মী গ্রেফতার হয়েছে।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই সরকার দোষারোপের রাজনীতি শুরু করছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পরিকল্পিত হত্যাকান্ড চালিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না, সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর যেভাবে দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছে। শতশত মানুষ নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না। যা দিচ্ছে তা বিভ্রান্তিকর।
জনগণের কাছে এই সরকারের জবাবদিহিতা নেই বলে তারা নির্বিচারে মানুষকে হত্যা করছে বলে দাবি করেন বিএনপি’র মহাসচিব।
নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত রয়েছে, সরকার প্রধানের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে পরিকল্পিতভাবে এসব করেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করতো, তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রায়টা সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে এটা আরও আগে আনতে পারতো। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সব সময়ই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে বিশ্বাসী। এই দলটি সব সময় গণতন্ত্র, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বুধবার বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি’র মহাসচিব। 
তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে বানোয়াট ও চরম মিথ্যাচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
মির্জা ফখরুল আরও বলেন, সারাদেশে বিএনপিসহ বিরোধী দল ও সাধারণ মানুষ যাদের গ্রেফতার তারা হচ্ছে তারা কেউই শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত নয়। আশ্চর্যের বিষয়, শুধু বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীরাই নয়, প্রতিবন্ধী শিশু, পথচারী; এমনকি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকেও গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন, দেশের মানুষের ভাবমূর্তি বিদেশিদের কাছে ক্ষতুœ করার অপতৎপরতা শুরু করেছে সরকার।
মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের হত্যার দায় থেকে মুক্তি পেতে আওয়ামী সরকারের মন্ত্রী-নেতা ও প্রজাতন্ত্রের কিছু কর্মকর্তা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বক্তব্য দেওয়ার মাধ্যমে চলমান ঘটনাকে আড়াল ও ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে দেড় শতাধিক ছাত্র-জনতাকে নিষ্ঠুরভাবে হত্যার পর দোষীদের আইনের আওতায় না এসে নির্দোষদের ওপর জুলুমের খড়গ চালানো হচ্ছে। হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের মুখোমুখি দাঁড় করার জন্য আমি জোর আহŸান জানাচ্ছি।