খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

শোকাবহ আগস্ট উপলক্ষে মিছিল পূর্ব সমাবেশে শেখ হারুন

বঙ্গবন্ধু’র জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৭ এ.এম | ০২ অগাস্ট ২০২৪


খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না এবং আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম, ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের শ্রেষ্ঠবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি। শোকাবহ আগস্টের সেই কালরাতে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যগণ-তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।  
বৃহস্পতিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয় হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্ট উপলক্ষে মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, পরিচালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. কাজী বাদশা মিয়া, এড, মজিবর রহমান, এড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল জামাল, এড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, সরদার আবু সালেহ, এড. নবকুমার চক্রবর্তী, রাহুল অধিকারী, কাজী শামীম আহসান, মোজাফফর মোল­া, রকিবুল ইসলাম লাবু, খায়রুল আলম, সাঈয়েদুজ্জামান সম্রাট, অসিত বরন বিশ্বাস, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, ফ ম সালাম, শিউলি সরোয়ার, রবার্ট নিক্সন ঘোষ, বুলু রায় গাঙ্গুলি, অমিয় অধিকারী, সর্দার আবুল কাশেম ডাবলু, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, শেখ মোঃ আবু হানিফ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, হাজী সাইফুল ইসলাম, আজিজুর রহমান রাসেল, আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, হোসনেয়ারা চম্পা, নাজনীন নাহার কনা, মানিকউজ্জামান অশোক, ইঞ্জিনিয়ার বরকত হোসেন, এড. সেলিনা আকতার পিয়া, মনোয়ারা খাতুন শিউলী, দেব দুলাল বাড়ই বাপী, আরাফাত হোসেন পল্টু, সরদার জাকির হোসেন, মুসফিকুর রহমান সাগর, মিজানুর রহমান বাবু, পারভেজ হাওলাদার,  মোঃ ইমরান হোসাইন, উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু,   উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, মোঃ জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান ওবায়দুল­াহ শেখ, এস এম ফরিদ রানা, শেখ রেজাউল করিম রেজা, আরাফাত হোসেন মিয়া, অভিজিত রায় অভি, মোঃ আমিরুল ইসলাম বাবু, মোঃ মারুফ হোসাইন, বাধন হালদার, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।