খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, ৮০০ কোটি বাজেট পাকিস্তানের জন্য!

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪৬ পি.এম | ০২ অগাস্ট ২০২৪


২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এই টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তানে যেতে চায় না ভারত; যা নিয়ে বিপাকে পড়েছে আয়োজক দেশটি। দুই দল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১৩ সালের জানুয়ারিতে। রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি বা এসিসি টুর্নামেন্ট ব্যতীত এ দুই দেশের মুখোমুখি লড়াই দেখার সুযোগ হয় না ক্রিকেটপ্রেমীদের। তবে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যাবে কী না তা অনিশ্চয়তা রয়েছে এখনও। কেননা বিসিসিআই ইতিমধ্যে গত বছর এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচি অনুযায়ী, নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারতের গ্রুপ লিগের সব ম্যাচ সীমান্তের কাছাকাছি লাহোরে রাখা হয়েছে। তবে ভারতের পক্ষে থেকে হাইব্রিট মডলের এশিয়া কাপের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত মডেলটি গ্রহণ করা হলে, পাকিস্তানে ভারত না খেলে, তাদের সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে, আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আইসিসি প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট অনুমোদন করেছে ( বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়)।  আইসিসির আর্থিক ও বাণিজ্যিক কমিটির নেতৃত্বে আছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। যিনি বাজেট যাচাই-বাছাই ও অনুমোদন করেছেন বলেও জানায় পিটিআই। যিনি বাজেট যাচাই-বাছাই ও অনুমোদন করেছেন।

এছাড়া সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার এবং অতিরিক্ত ব্যয় হিসাবে শুধুমাত্র ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।’ অতিরিক্ত বাজেট রাখার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত।

ফলে আইসিসির তহবিল বরাদ্দ নিয়েই নতুন করে জল্পনা তীব্র হয়েছে। অনেকে অনুমান করছেন যে, ভারত যদি পাকিস্তান সফরে প্রত্যাখ্যান করে, তাহলে হাউব্রিড মডেলে খেলার বিষয়টিও মাথায় রেখেছে আইসিসি। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলিকে নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করা হবে। অবশ্য পাকিস্তান আয়োজক হিসেবে কাউকে চায় না। তাদের চাওয়া ভারত যেন অন্যান্য দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়।

আরও জানা গিয়েছে যে, সাম্প্রতিক সময়ে আইসিসির প্রতিটি টুর্নামেন্টের মতো ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে থাকবে। সুপার ফোর পর্বেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পর যদি দুই দল ভালো পারফরম্যান্স করে ফাইনালে ওঠে, তবে সেখানেও তারা মুখোমুখি হবে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট তিন বার ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে।