খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ০৪ অগাস্ট ২০২৪


শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অবঃ) ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালানো ও নির্যাতনের মতো অন্ধ উন্মত্ততার অবসান জরুরি।
আওয়ামী লীগের আমলের সাবেক এই সেনাপ্রধান শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতি ও শুক্রবার নিজের ফেসবুক আইডিতে পৃথক পোস্ট দিয়েছেন।
শিক্ষার্থীদের ওপর গুলি চালানো বন্ধের দাবি জানিয়ে শুক্রবার ফেসবুক কাভার ফটোতে ইকবাল করিম ভূঁইয়া লেখেন-“যথেষ্ট হয়েছে। এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের ওপর গুলি চালানো, তাদের অপহরণ, গণ-গ্রেফতার ও নির্যাতন এখনই বন্ধ করুন।”
এর আগের দিন (১ আগস্ট) আরেক পোস্টে (ইংরেজি এবং বাংলায়) তিনি লিখেছেন, “আল­াহ রাব্বুল আলামিনের দরবারে, বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করছি।” শুধু তাই নয়, স¤প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করেন তিনি।
ইকবাল করিম ভূঁইয়া ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৭ সালের ২ জুন কুমিল­ায় জন্মগ্রহণ করেন ইকবাল করিম ভূঁইয়া। কুমিল­া জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করেছিল।