খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সকল ধরনের ধংসাত্মক কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান মিঠুর

খবর বিজ্ঞপ্তি |
০২:১৯ এ.এম | ০৬ অগাস্ট ২০২৪


শেখ হাসিনার পদত্যাগে উচ্ছ¡সিত ছাত্র-জনতার আনন্দ উৎসবের সুযোগে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের ধংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়। অবিলম্বে এসব ধংসাত্মক কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন খুলনার কৃতি সন্তান ও সচেতন নাগরিক এস এম আরিফুর রহমান মিঠু। 
বিবৃতিতে বলা হয়েছে, অনেক জীবনের বিনিময়ে এবং ঘাত-প্রতিঘাত সহ্য করে দীর্ঘ প্রতিক্ষার পর মহান আল­াহ গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছাত্র-জনতার বিজয় দান করেছেন। আমরা অবশ্যই সুস্থভাবে বিজয় উদ্যাপন করবো। কিন্তু বিজয়ের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করছে। এমনকি অনেকেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে। অবিলম্বে এসব ধংসাত্মক কর্মকান্ড বন্ধ করা উচিত। তা না হলে বিজয় বিষাদে পরিণত হতে পারে। সুতরাং সকলকে ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা এবং সংযত থাকতে অনুরাধ করেছেন তিনি।