খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

নগরীতে বাঁধ ভাঙা বিজয় উল্লাস বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ এ.এম | ০৬ অগাস্ট ২০২৪


খুলনা জুড়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিজয় উল্লাস উদযাপন ছিল অভূতপূর্ব দৃশ্য। মিছিল নিয়ে সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম মুন্নজান সুফিয়ানের বাস ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে গতকাল।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸানে ছাত্র-জনতার অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় গগন বিদারী শ্লোগানে প্রকম্পিত হয় শিববাড়ি মোড়সহ আশপাশ এলাকা। দুপুর হতে আনন্দ উল­াস শুরু করে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর দেশত্যাগের খবর পৌঁছাতেই সমগ্র খুলনা মিছিলের নগরীতে পরিণত হয়।
সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর থেকে শিববাড়ী থেকে বিক্ষিপ্ত মিছিল সহকারে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা ও আ’লীগের কতিপয় নেতা-কর্মীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় বিজয় মিছিল নিয়ে স্থানীয় ছাত্র-জনতা সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ানের রেলিগেট বাসভবনের নিজ তলা, ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেনের অফিস ভাঙচুর হয়েছে। মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
এছাড়া বিকেল ৫টায় ফুলবাড়িগেটে আ’লীগের দলীয় কার্যালয়, বাদামতলায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাসভবন, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলের কার্যালয়, ফুলবাড়িগেট পুলিশ ফাঁড়ি, দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গাজী সাহাগীর হোসেন পাভেল তার চাচাতো ভাই বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আলী বাকের প্রিন্সের বাসভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে।