খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, চারজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০২:২৭ এ.এম | ০৬ অগাস্ট ২০২৪


চুয়াডাঙ্গা পৌর এলাকায় যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার আরেফিন আলম রঞ্জুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আটকা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ রফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিচতলা থেকে চারতলা পর্যন্ত আগুন জ্বলছিল। আমরা এসে আগুন নির্বাপণ করেছি। চতুর্থ তলা থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
তিনি আরও বলেন, মরদেহগুলো চতুর্থ তলায় আছে। তবে তারা এই বাড়ির মালিকের কেউ নয় এবং বাড়ির ভাড়াটিয়াও নয়।