খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে দোয়া

আরাফাত রহমান কোকো ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক

খবর বিজ্ঞপ্তি |
০১:১১ এ.এম | ১৪ অগাস্ট ২০২৪


শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন এ দেশের একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। তার সময়ে ক্রীড়াঙ্গণের অগ্রযাত্রা শুরু হয়েছিল। অথচ তাকে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। 
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে বক্তরা এসব কথা বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাদাত হোসাইন।    
কৃতি ফুটবলার মোঃ তরিকুল ইসলাম এবং মোঃ মনিরুজ্জামান মহসিনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন মোল­া, খায়রুল ইসলাম, খন্দকার  হাসিনুল ইসলাম নিক, একরামুল কবির মিল্টন, মোস্তাফিজুর রহমান পলাশ, এস এম তরিকুল ইসলাম সোহান, একেএম শহিদুল ইসলাম সেলিম, শাহ আসিফ হোসেন রিংকু, শেখ জাহাঙ্গীর হোসেন, সরদার মিঠু, মিনা মামুনুর রহমান, এম এ জলিল, খালিদ সাইফুল­াহ, ইমরোজ, সাইফুদ্দিন হিমু, মশিউল কবির বাপ্পি, তারা, শেখ মেহেদী হাসান লিটন, শাহিনুর রহমান মনু, মনির শেখ, মোস্তফা, শহিদুল, নাসির উদ্দিন খান, রাসেল শেখ, আকবার হোসেন, আব্দুর রাজ্জাক, সামিউল নেওয়াজ, ফরিদ শেখ, তৌহিদুর রহমান, জুবায়ের আলী, সৈয়দ আশরাফুল ইসলাম টুটুল, প্রমুখ।