খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

রোববারের মধ্যে কর্মস্থলে না থাকলে ব্যবস্থা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ৩০ অগাস্ট ২০২৪


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে আসছেন না। এ কারণে তাদের কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
আগামী ১ সেপ্টেম্বরের (রোববার) মধ্যে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল­াহ। অন্যথায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে ১ সেপ্টেম্বরের (রোববার) মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল­াহ।
যারা এ সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।