খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

আ’লীগ নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি নগর বিএনপি নেতার : অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৮ এ.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৪


খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ও ৭নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক রিয়াজ শাহেদের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও-ভিডিও ক্লিপে শোনা যায় তারা নগরীর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ খালিদ আহমেদের কাছে রাজনৈতিক সুবিধা দিতে দুই লাখ টাকা চাঁদা দাবি করছে। যদিও ঘটনাটি অস্বীকার করেছেন ওয়ার্ড বিএনপি’র আহবায়ক রিয়াজ শাহেদ।
অডিও-ভিডিও ক্লিপে নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনকে বলতে শোনা যায়, “রিয়াজ শাহেদের সাথে যোগাযোগ করো, বোঝো তো, ওর দিকে একটু খেয়াল রাখো”।
অপর প্রান্ত থেকে আ’লীগ নেতা কাউন্সিলর শেখ খালিদ আহমেদকে বলতে দেখা যায়, “অবশ্যই, কিভাবে খেয়াল রাখতে পারি বলেন ভাইজান”। তখন নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনকে বলতে শোনা যায়, “লাখ দুই টাকা ম্যানেজ করে দিয়ে দিও”।
এরপর খালিদ আহমেদের সাথে বিএনপি নেতা রিয়াজ শাহেদের সরাসরি দেখা করার কথা হয়। 
গণমাধ্যমের সাথে এ বিষয়টিতে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওয়ার্ড বিএনপি’র আহবায়ক রিয়াজ শাহেদ। তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নানামুখী ষড়যন্ত্র করছে একটি স্বার্থন্বেষী মহল। যারা আমাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারাই এখন আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করতে বেনামে অপপ্রচারে পোস্টারিং করছে। তাতেও ক্ষ্যান্ত না হয়ে অডিও ক্লিপ বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।