খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

নানা আয়োজনে খুলনায় ‘শহিদী মার্চ’ পালিত

নিজস্ব প্রতিবেদক |
০১:৫২ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৪


নানা আয়োজনে খুলনায় শিক্ষার্থীদের ‘শহিদী মার্চ’ পালিত হয়েছে। সারা দেশের মতো খুলনায় গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে শহিদদের স্মরণে দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর নিরালামোড় থেকে ‘শহিদী র্মাচ’ শুরু হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। ‘শহিদী মার্চ’ নগরীর আমতলা মোড় হয়ে ময়লাপোতা মোড়ে যেয়ে শেষ হয়।  
এ সময় শিক্ষার্থীরা বলনে, আজ করে এই দিনটি খুবই গুরুত্বর্পূণ। এই দিনে দেশের মানুষ ভিন্নœ এক স্বাধীনতা পেয়েছে। শিক্ষার্থীরা আরও বলনে, আ’লীগ সরকারের আমলে যারা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে এবং যারা গুম, খুন ও বিভিন্নœ অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হবে বাংলার মাটিতে।  
এছাড়া সরকারি বিএল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে সকাল ১০টায় সরকারি বিএল কলজে প্রাঙ্গনে শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, গত ৫ আগস্টের আগে আমরা কখনো শেখ হাসিনা সরকারের আমলে কথা বলতে পারেনি, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এখন সময় এসেছে আমাদের ন্যায্য কথা বলার, এই অন্তর্বর্তীকালীন সরকাররে কাছে আমরা আবেদন করছি তারা যেনো দেশটাকে একটা গঠনমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলুক। এরপর শহিদী মার্চটি কলেজ গেট থেকে শুরু হয়ে নতুন রাস্তার মোড় হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া খুলনা নিরালা মোড়স্থ তালুকদার কমিউনিটি সেন্টারে বিকেলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।