খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জেলা বিএনপি’র আর্থিক সহায়তা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৪


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং  বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সচিব এড. আবদুস সালাম আজাদ ত্রাণের অর্থ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, মোল­া সাইফুর রহমান মিন্টু, মোল­া মোশাররফ হোসেন মফিজ, আব্দুর রকিব মলি­ক, অধ্যাপক মনিরুল হক বাবুল ও কেএম আশরাফুল আলম নান্নু প্রমুখ। 
প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি প্রত্যাহার করে এবং নেতাকর্মীদের সহায়তায় খুলনা জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ এই অর্থ দলের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।