খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

মালাইকার বাবা আত্মহত্যা করেছেন!

খবর বিনোদন |
০৩:১৫ পি.এম | ১১ সেপ্টেম্বর ২০২৪


আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।

জানা গেছে, বান্দ্রা পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কোনোরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

এদিকে মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুণেতে। খবর পেয়ে রওনা দিয়েছেন। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন তার বাড়ির অন্য়ান্য সদস্যরা।

এদিকে মালাইকার পাশে আছেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অভিনেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে আছেন তিনি। এরইমধ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

মালাইকার বয়স যখন ১১ এবং তার বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই মালাইকার মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনিল অরোরার। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তার।