খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

দিঘলিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৫৮ পি.এম | ১২ সেপ্টেম্বর ২০২৪


দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেছেন, আমাদের প্রতিটি পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।  শিক্ষার্থীরা যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলাদেশকে খুব দ্রুত বিশ্বদরবারে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দোগে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও মানববন্ধন পালিত হয়। মতবিনিময় সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি  দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ বাবুল আক্তার , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম মোসারফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম, মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নাইমা হাসান চন্দ্রা । রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে