খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

নিহত রিকশা চালকের পরিবারকে সিরিজ সেরার অর্থ দিলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৮ এ.এম | ১৩ সেপ্টেম্বর ২০২৪


পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তর দল। এমন ঐতিহাসিক জয়ে দলের হয়ে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা হয়েছেন। সেই পুরস্কারের অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিক্সাচালকের পরিবারকে দেবেন জানিয়েছিলেন মিরাজ।
সিরিজসেরার ৫ লাখ পাকিস্তানি রুপি যা বাংলাদেশী মূল্যে ২ লাখ ১৪ হাজার টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া রিকশা চালকের পরিবারকে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছে টাইগার এই অলরাউন্ডার। 
ফেসবুক পোস্টে মিরাজ লেখেন, ‘স¤প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে।’
তিনি আরও লেখেন, ‘সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরষ্কারের অর্থ তুলে দেবো তাদের হাতে। অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে।’ 
‘জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।’