খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই : মাওঃ সোয়াইব

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, কেউই এই জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পরেনি। দুর্নীতি-দলীয়করণ-দুঃশাসন উপহার দেওয়াসহ দেশ পরিচালনায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে শাসক পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি। আমরা চাই শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন গতকাল শনিবার খালিশপুরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর খালিশপুর গোল চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ। থানা সেক্রেটারী মোঃ গাজী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সিনিয়র সহ-সভাপতি মুফতি আমানুল­াহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ মুনতাসির আহামাদ। বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, মাওঃ সাইফুল ইসলাম, শেখ হাসান ওবায়দুল করীম, মাওলানা হাফিজুর রহমান, মোঃ কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মোঃ ইমরান হোসেন মিয়া এস এম আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল­াহ আল মামুন, মোঃ মাহাদী হাসান মুন্না, আব্দুস সবুর আল রাব্বি, মোঃ মামুনুর রশিদ, মোহাম্মদ বনি আমিন, মাওঃ কারামত আলি, মাওলানা আব্দুল আজিজ, মাওঃ ওবায়দুর রহমান, মোঃ জামাল মুন্সী, শাহজালাল হোসেন, মোঃ আফরোজ আলম, মোঃ রাজিবুল ইসলাম, আঃ আজিজ, শোয়াইব হোসেন, মোঃ বাদশা খান, মোঃ খলিলুর রহমান, আব্দুল হাকিম, মোঃ শাহিন কাজী, মোঃ হাফিজুর রহমান, মোঃ শওকত হোসেন, মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুর রউফ মোল­া, মৌলভী আল আমিন গাজী, মোঃ পলাশ শিকদার, মোঃ মাইনুল ইসলাম, মাওঃ মশিউর রহমান খুলনাভী, মোঃ আল আমিন, স্বাধীন রাজু, মোঃ আল মামুন রাফি, মোঃ নাসির উদ্দিন, ওসমান গনি প্রমুখ।  
গণসমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।