খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

খবর প্রতিবেদন |
১১:১৪ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৪


সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি  বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনানুযায়ী তার রিমান্ড চেয়ে আগামীকাল আদালতের পাঠানো হবে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মাহবুব আলীকে যাত্রাবাড়ীর একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুব আলীর বিরুদ্ধে গত সপ্তাহে দুদক অনুসন্ধান শুরু করেছে।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দুই বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তবে গত নির্বাচনে তিনি ব্যারিস্টার সুমনের কাছে হেরে যান।

২০০৩-২০০৪ মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।