খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে : মাওঃ আউয়াল

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৬ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৪


ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও নগর সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সন্ত্রাসী-চাঁদাবাজদের বাংলার মসনদে দেখতে চাই না।
গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় থানা প্রতিনিধি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে খুলনা থেকে যাওয়ার আগ মুহূর্তে থানার নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।  
মাওলানা আব্দুল আউয়াল বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার। দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল­াহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, আবু মোহাম্মদ গালিব, মাওলানা দীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আবু তাহের, গাজী ফেরদৌস সুমন, মোল­া রবিউল ইসলাম তুষার, মোঃ কবির হোসেন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, বন্দ সরোয়ার হোসেন, আলফাত হোসেন লিটন, মাও: মাসুম বিল­াহ, মোঃ কামরুজ্জামান, মাওলানা নাসিম উদ্দিন, আব্দুস সালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ সজিব, জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, কাজী তোফায়েল প্রমুখ নেতৃবৃন্দ।