খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

রাজধানীতে বাসা থেকে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:৪৯ পি.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৪


রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তামান্না শিউলী (২২) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাজমহল রোড মিনার মসজিদের পাশে ১৪/১৩ নম্বর বাসার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করেন।

নিহত শিউলীর স্বামীর নাম তোফাজ্জল। তিনি মোহাম্মদপুর এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। শিউলী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

শিউলীর বাবার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে মেয়ের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

প্রতিবেশী নুর আলম জানান, শিউলী তার বাবা রতনকে গতরাতে কল করে তাকে বাড়িতে নিয়ে যেতে বলেছিল। এরপর তারা সকালে ওঠে খবর পান শিউলী ফাঁস দিয়ে ঝুলে আছে। শিউলীকে বিয়ের পর থেকে নানাভাবে তার স্বামী অত্যাচার করতো বলে পরিবারের দাবি।

নিহতের পরিবারের ধারণা, গতরাতেও শিউলীর সঙ্গে তার স্বামী তোফাজ্জলের ঝামেলা হয়েছিল৷ ফলে শিউলী তার বাবাকে কল করে তাকে বাড়ি নিয়ে যেতে বলে।

মরদেহ উদ্ধারের পর তারা থানায় খবর দেন। এখনো ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের স্বামীকে নজরদারিতে রাখা হয়েছে। মেয়ের বাবা ও মা ঘটনাস্থলে আছে।

ওসি আরও বলেন, তারা বাসাটিতে দুজনই থাকতো। তবে কী ঘটেছিল তা এখনো জানা যায়নি। মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল বলে শুনেছি।