খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৬ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৪


সাতক্ষীরায় পুকুরের পানিতে  ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম নুসরাত জাহান (৮)। সে সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের প্রবাসী ফাহাদ্দীসের মেয়ে। নুসরাত জাহান স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়,  নুসরাত জাহান স্কুলে পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তার সাথে গোসলে যাওয়া অন্য বাচ্চারা তাকে না পেয়ে তার মাকে খবর দেয়।  পরে পুকুর থেকে নুসরাত জাহানকে উদ্ধার করে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।