খুলনা | মঙ্গলবার | ১২ নভেম্বর ২০২৪ | ২৭ কার্তিক ১৪৩১

বাগেরহাটে চাঞ্চল্যকর শিক্ষক হত্যা ও লুটপাট মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৫৯ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৪


বাগেরহাটে চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তি চ্যাটার্জী (৬৫) হত্যা ও বাড়ি লুটপাট মামলার প্রধান আসামি মোঃ জনি শেখ (২০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে র‌্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেফতার জনি শেখ বাগেরহাট সদর উপজেলার ছোট পাইকপাড়া এলাকার বাসিন্দা। 
মামলা সূত্রে জানা যায়, গেল ৫ আগস্ট গভীর রাতে বসত ঘরে ঢুকে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মিনাল কান্তি চ্যাটার্জি (৬৫) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হত্যাকারীরা ওই শিক্ষকের স্ত্রী শেফালি চ্যাটার্জি (৬০) ও মেয়ে ঝুমা রানী চ্যাটার্জিকে (৩৫) বেধড়ক মারপিট করে। বসত ঘর ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। মারপিটে গুরুতর আহত মা-মেয়ে ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বাড়ি এসে ১৮ আগস্ট বাগেরহাট মডেল থানায় হত্যা ও লুটপাটের মামলা করেন। মামলায় ৯ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই শিক্ষকের স্ত্রী শেফালি চ্যাটার্জি  বলেছিলেন জমি সংক্রান্ত বিরোধের জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ‘ঘর দরজা সব ভাঙছে, সব কিছু নিয়ে গেছে। এট্টু জায়গা আছে, ওই জায়গা জমিই কাল হইছে। এট্টু সম্পদের জন্নি তো, তোরা সব নিয়ে যাতি, মাইরে ফেললি কেন? সব জমি-জমা তোরা খাস, আমাদেরতো সব শেষ। 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মিনাল কান্তি চ্যাটার্জি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ জনি শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।