খুলনা | শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

মুরগী ও ডিমের দাম নির্ধারণ

সরকারের হস্তক্ষেপ কামনায় পোল্ট্রি শিল্প মালিক সমিতি

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৪


সরকার পরিবর্তন, বন্যা-অতিবৃষ্টির সাথে পশুখাদ্য, মুরগীর বাচ্চা, ভ্যাটেনারী ওষুধ, পরিবহন ও শ্রমিকের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মুরগীর ডিম-মাংসের উৎপাদন ব্যয় বেড়েছে যে-পরিমাণ তার হিসাব করে খামারীদের বিক্রয়মূল্য এবং খুচরা মূল্য নিধারণ করা অতি জরুরি ছিল। কিন্তু তা না করে দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানীর মতামতের ভিত্তিতে মুরগীর ডিম-মাংসের মূল্য নির্ধারণ করায় চরম অস্থিরতায় ভোক্তা সাধারণ, উৎপাদক ও সরবরাহকারীরা। দেশের মুরগীর ডিম-মাংস ও চাহিদার আলোকে উৎপাদন বাড়াতে প্রান্তিক ক্ষুদ্র-মাঝারী খামারী-ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা হতে বঞ্চিত। সকল সুবিধা এ শিল্পের বহুজাতিক কোম্পানিগুলো পায় বিধায় অসমপ্রতিযোগিতায় টিকতে পারছে না ক্ষুদ্র-মাঝারীরা। সরকার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লাখ লাখ আমিষের যোগানদাতাদের টিকে থাকার পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করছে না। ডিম-মাংস-দুধ আমদানি সমস্যার সমাধান নয়। 
খাতভিত্তিক পোল্ট্রি-ডেয়ারী শিল্প টেকসই উন্নয়নে এখনই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিপিআইএফ’র খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল­াহ, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও খুলনার মহাসচিব এস এম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল­ কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, মামুনুর রহমান, আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, তালুকদার মোঃ হেলালুজ্জামান, শেখ আব্দুল হালিম, শামসুর রহমান বাবুল, এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, মোজাম্মেল হক, শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ কামরুল ইসলাম, মোঃ হাকিম চৌধুরী, মোঃ জিসান, রফিকুল ইসলাম হাওলাদার প্রমুখ।