খুলনা | শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

নগরীতে মানসিক প্রতিবন্ধীকে মারপিট, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৬ এ.এম | ১৯ সেপ্টেম্বর ২০২৪


নগরীর লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় আব্দুল­াহ মেহেদী সাদিক (৩৭) নামে এক মানসিক প্রতিবন্ধীকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ফয়জুল­াহ ইকবাল ওরফে শাকিল লবনচরা থানায় একটি লিখিত অভিযোগ করেন। আহত সাদিক উত্তর হরিণটানা এলাকার সাইফুর রহমানের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় লবণচরা থানাধীন ডি আলী স্কুলের পাশে কালভার্টের উপর মেহেদী ওরফে সাদিককে দেখে মুসা নামে এক ব্যক্তি তাকে পাগল বলতে থাকে। সাদিক তখন তাকে বিভিন্ন ধরনের কথা বলে। মুসা এক পর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। পরবর্তীতে ওইদিন বিকেল ৫টায় সাদিক অভিযুক্ত মুসার বাসার সামনে আসলে অভিযুক্ত কাদের, মুসা ও রুনা পুনরায় তাকে মারপিট করতে থাকে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর সাদিক সন্ধ্যা সাড়ে ৬টায় হরিণটানাধীন আব্দুর রহমানের বাসার সামনে পৌঁছামাত্র অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মুসা, খলিলুর রহমান ও সায়েম গাজী তাকে রক্তাক্ত জখম করে। এরপর কাদের, রুনা ও খোদেজা তাকে মারপিট করে। স্থানীয় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। 
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।