খুলনা | শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

কেএমপির দুই পুলিশ সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৪


কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ কর্তৃক অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার  পেয়েছেন কেএমপি’র এএসআই (নিঃ) মাসুদ রানা এবং কনস্টেবল মোঃ ওমর ফারুক। 
বৃহস্পতিবার বিকেল ৪টায় কেএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার জাতীয় শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন এএসআই (নিঃ) মাসুদ রানা এবং কনস্টেবল মোঃ ওমর ফারুকের হাতে।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার প্রতিনিধি হয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন। যাতে আপনাদের দেখে পুলিশের অন্যান্য সদস্যরাও সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উজ্জীবিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) মোছাঃ তাসলিমা খাতুন এবং ডেপুটি কমিশনার (সদর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, পিপিএম-সেবা।