খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট-ক্ষেপণাস্ত্র হামলা : ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলা

রকেট-ক্ষেপণাস্ত্রের আঘাত-পাল্টা আঘাতে কাঁপছে ইসরাইল-লেবানন ও ইরাক

খবর প্রতিবেদন |
০১:০০ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৪


ভয়ঙ্কর হামলায় জড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইলের একের পর এক হামলা এবং নির্বিচারে মানুষ হত্যা, জনপদের পর জনপদ ধ্বংস, আর উদ্বাস্তু হওয়া মুক্তিকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে এবার সম্মুখে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ কার্যত গত বছর ৭ অক্টোবর থেকে মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে কয়েক দফায় সামরিক সংঘতে জড়িয়ে পড়ে ইসরাইলের বিরুদ্ধে। সর্বশেষ তা এখন যুদ্ধের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। অপর দিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পাশ্ববর্তী সৌদি সরকারের সঙ্গে কিছুটা পাট চুকিয়ে তারা এবার মনোনিবেশ করেছে ইসরাইলের দিকে। এছাড়া বর্তমান ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠীও দখলদার ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। গত বছর ৭ অক্টোবরের পর ইসরাইল ফিলিস্তিনি ভূখন্ডে আন্তর্জাতিক রীতি-নীতি উপেক্ষা করে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশুকে হত্রা করেছে। আহত হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ। উদ্বাস্তু হয়েছে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি।
এদিকে গত কয়েকদিন হামলা পাল্টা হামলা চলার পর গতকাল সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় লেবাননে কমপক্ষে ১০০ জন নিহত ও আরও চার শতাধিক মানুষ আহত হয়েছেন। অপর দিকে ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।
উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা : ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েলি হামলার পরপরই এই হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী। 
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারকে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে নিশানা করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল লক্ষ্য করে লেবাননের ভূখন্ড থেকে কমপক্ষে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি রকেটের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হিজবুল্লাহর হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি আইডিএফ।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গালিলির নিম্নাঞ্চলে রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি রকেটে গুলি চালিয়ে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র সীমান্ত লাগোয়া ইসরায়েলের আমিয়া স¤প্রদায় অধ্যষিত এলাকার ফাঁকা স্থানে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলা : ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি ভূখÐ গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরানপন্থী ইরাকের সশস্ত্র এই গোষ্ঠীর হামলায় তাৎক্ষণিক ভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা এই হামলা চালানোর দাবি করেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রোববার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স।
গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। স¤প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ানোর অঙ্গীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স।
এদিকে, পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি ভূখন্ড লক্ষ্য করে ইরাক থেকে মনুষ্যবিহীন ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। পরে সিরিয়ার আকাশসীমা পেরিয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করার সময় ইসরায়েলি বাহিনী ওই ড্রোনগুলোকে বাধা দিয়েছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি.
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডের জর্ডান উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। একাধিক ড্রোনের আঘাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলার বিষয়ে আরও কোনও বিস্তারিত তথ্য দেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স। 
সূত্র: রয়টার্স, বিবিসি ও আল জাজিরা।