খুলনা | মঙ্গলবার | ১২ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১

সাবেক এমপি জ্যাকব ও গিনি রিমান্ডে

খবর প্রতিবেদন |
০৪:০৪ পি.এম | ০১ অক্টোবর ২০২৪


ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ। তারা হলেন সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব এবং সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি।

মঙ্গলবার (০১ অক্টোবর) পৃথক মামলায় সাবেক এই দুই সংসদ সদস্যকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন একই আদালত।

এর মধ্যে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পাঁচ দিনের এবং মাহবুব আরা বেগম গিনিকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এক যুগ আগে সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জ্যাকবকে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে ভোলা-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাহবুব আরা বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়।

গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে গত ১১ সেপ্টেম্বর সাবেক শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন শিপু।