খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

ভোক্তা পর্যায়ে আবারও বাড়লো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ৩৫ টাকা

খবর প্রতিবেদন |
০৩:৫৪ পি.এম | ০২ অক্টোবর ২০২৪


ভোক্তা পর্যায়ে আবারও বাড়লো এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে পর পর চার মাস এলপিজির দাম বাড়লো। বুধবার সন্ধ্যা ৬টা থেকেই এটা কার্যকর হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি বলেন, প্রতিকেজি এলপিজির দাম এ মাসের জন্য ১১৮ টাকা ৪৪ পয়সা থেকে বাড়িয়ে ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।  
এর আগে আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এই দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।
এদিকে গতকাল থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয় ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
এদিকে অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৬৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উলে­¬খ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
বিইআরসি জানায়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৬২১ দশমিক ৭৫ মার্কিন ডলারে উঠেছে।
উলে­¬খ্য, ২০২৩ সালে পাঁচ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। বিপরীতে বেড়েছিল ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্র“য়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।