খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

টান টান উত্তেজনার পর হরিয়ানায় সরকার গঠন করছে বিজেপি

কাশ্মীরে ডুবলো বিজেপি, এনসি-কংগ্রেস জোটের জয়

খবর ডেস্ক |
০১:১৬ এ.এম | ০৯ অক্টোবর ২০২৪


জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট। এ জোট জয় নিশ্চিত করেছে বলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের ভোট অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। খবর এএনআইয়ের।
মঙ্গলবার ভোট গণনা শেষে নির্বাচন কমিশন প্রতিটি দলের আসন সংখ্যা জানায়। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) ৪২ আসন নিয়ে শীর্ষে রয়েছে। বিজেপি পেয়েছে ২৯টি সিট। আর কংগ্রেস পেয়েছে ছয়টি আসন। সাত স্বতন্ত্র প্রার্থী তাদের নিজ নিজ আসনে জয় পেয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিএফ তিনটি আসন পেয়েছে। সাজাদ গনি লোনের জেকেপিসি একটি আসন জিতেছে। আম আদমি পার্টি ডোডায় একটি আসনে জয় পেয়েছেন। সিপিআই (এম) একটি আসন পেয়েছে।
মজার বিষয় হলো, ২৫ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়েছে পেয়েছে বিজেপি, ২৩ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়েছে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস পেয়েছে ১১ দশমিক ৯৭ শতাংশ।  
ভোটের এ ফলের মধ্য দিয়ে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জম্মু ও কাশ্মীরে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল­াহ নতুন করে একই দায়িত্ব নিচ্ছেন। এমনটি নিশ্চিত করেন জেকেএনসির প্রেসিডেন্ট ফারুক আব্দুল­াহ।
জোটের জয় অর্ধেক আসন ছাড়িয়ে যাওয়ার পর ফারুক আবদুল­াহ ঘোষণা দেন, ওমর আব্দুল­াহ ইউনিয়ন টেরিটরির পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে; তারা দেখিয়েছে, ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছে।
ফারুক আব্দুল­াহ সাংবাদিকদের বলেন, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো সমস্যাগুলো মোকাবিলা করা আমাদের লক্ষ্য। যারা ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ওমর আবদুল­াহ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।
হরিয়ানায় সরকার গঠন করছে বিজেপি : মঙ্গলবার সকাল থেকে টান টান উত্তেজনার পর ভারতের হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে দেশটির কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারত জুড়ে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। এর মধ্যেই মঙ্গলবার ফল প্রকাশ হয় হরিয়ানার বিধানসভার ভোটের। জনমত সমীক্ষাগুলো বলছে, এ রাজ্যে কংগ্রেসের ইন্ডিয়া জোট এগিয়ে ছিল। সকাল থেকে জয়ের পাল­াও ভারী ছিল। কিন্তু বিকেল হতেই পাল্টে যায় চিত্রপট। টানা তৃতীয়বারের মতো রাজ্য শাসনে এগিয়ে যাচ্ছে বিজেপি।
রাজ্যটি ৯০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৬ আসন। ৪৮ আসনে জয় তুলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কংগ্রেস ৩৭ আসনে, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ২ ও অন্যরা ৩ আসনে জয় পেয়েছে।
গত ৫ অক্টোবর এক ধাপে রাজ্যটির ৯০ আসনে ভোট হয়েছিল। ভোট শেষ হতেই জনমত সমীক্ষা সংস্থাগুলো জানিয়েছিল এবার হরিয়ানায় ফিরছে কংগ্রেস। এমনকি মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টায় ভোট গণনা শুরুর দিকে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোর টক্কর ছিল।
ভোট গণনায় দেখা যায়, বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে আছে কংগ্রেস। এ খবরে উৎসবে মেতে ওঠে কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা। দিলি­তে কংগ্রেসের সদর দপ্তরের বাইরে উৎসবও শুরু হয়ে যায়। কিন্তু বেলা বাড়তেই ফিকে হতে শুরু করে দলটির উৎসব।
রাজ্যটিতে জয়ী হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী নায়েব সিং সাইনি, সিনিয়র কংগ্রেস নেতা ভূপেন্দর সিংহ হুডা, রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা অনিল ভিজ। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই জয় পেয়েছেন কুস্তিগির এবং কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট।
উলে­খ্য, ১৯৬৬ সাল থেকে কোনো সরকারই হরিয়ানায় টানা তিনবার ক্ষমতায় থাকেনি। কিন্তু ২০১৪ সাল থেকে হরিয়ানার শাসন ক্ষমতা রয়েছে বিজেপি। এ হিসেবে রাজ্যটিতে রেকর্ড গড়লো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি।