খুলনা | সোমবার | ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৬ পৌষ ১৪৩১

হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

খবর প্রতিবেদন |
০১:২২ এ.এম | ০৯ অক্টোবর ২০২৪


লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিনকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সাফিউদ্দিন উত্তরসূরি হবেন বলে মনে করা হচ্ছিল। খবর জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক ভিডিওতে নেতানিয়াহু জানান, ইসরায়েল হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান সাফিউদ্দিনকে হত্যা করেছে।

গত মাসে ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নাম শোনা যাচ্ছিল সাফিউদ্দিনের। কিন্তু বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন সাফিউদ্দিন। তাকে আর জনসম্মুখে কিছু বলতে শোনা যায়নি। পাওয়া যায়নি কোনও খোঁজও।

এর আগে লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর সদর দফতরের কমান্ডার সুহেল হুসেইনকে হত্যার দাবি করে ইসরায়েল। ৭ অক্টোবর হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।

একনজরে হাশেম সাফিউদ্দিন
হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করা তার দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ।

সাফিউদ্দিন প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতো তিনিও ধর্মীয় পণ্ডিত। তিনিও মাথায় কালো পাগড়ি পরেন।

২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাফিউদ্দিনকে সন্ত্রাসী তকমা দেয়। গত জুনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার পর তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই কমান্ডারের দাফন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘(শত্রুদের) কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হও।’

সাফিউদ্দিনের বিবৃতিতে প্রায় সময় হিজবুল্লাহর সামরিক অবস্থানের প্রতিফলন থাকে। বৈরুতের দক্ষিণের শহরতলি দহিয়েহ এলাকায় কিছুদিন আগে এক সফরে সাফিউদ্দিন বলেছিলেন, ‘আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট আপনাদের সঙ্গে রয়েছে।’