খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

বাংলাদেশি রাজনৈতিক অস্থিরতা : হিন্দু নয় আসামে বেশি অনুপ্রবেশ করেছে মুসলিমরা

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ০৯ অক্টোবর ২০২৪


বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর ভারতে অনুমান করা হয়েছিল যে, হয়তো হিন্দু জনগোষ্ঠী দেশ ত্যাগ করে ভারতে চলে যাবে। কিন্তু সা¤প্রতিক সময়ে দেখা গেছে, হিন্দু নয়, ভারতে বেশি অনুপ্রবেশ করেছে বাংলাদেশি মুসলিমরা। বিশেষ করে আসামে এই ঘটনা বেশি ঘটেছে। যাদের আবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘সোমবার চারজনকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।’
এক্সে শেয়ার করা পোস্টে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে আসাম পুলিশ আন্তর্জাতিক সীমান্তের কাছে চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। তাদের সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়েছে।’ আসামের মুখ্যমন্ত্রী ফেরত পাঠানো সেই চারজনের নাম বলেছেন। তাঁরা হলেন মোঃ জাহাঙ্গীর, নুচাদিয়া বিবি, রুমানা ও মোঃ হোসেন।
স¤প্রতি বাংলাদেশের অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘মনে করা হয়েছিল যে, বাংলাদেশ থেকে হিন্দুদের অনুপ্রবেশ হবে বেশি। তবে বর্তমান প্রবণতা ইঙ্গিত করে যে এটি বিপরীত। জানুয়ারি থেকে বাংলাদেশ থেকে আসামে অনুপ্রবেশকারী ৫৪ জনকে শনাক্ত করা হয়। এরপর রাজ্য সরকার পুলিশকে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের গণনা করতে নির্দেশ দিয়েছে।
পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি বা পরিবারের বায়োমেট্রিক সংগ্রহ করার জন্যও সরকার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। যদি এ ধরনের লোকদের কাছে আধার কার্ড, প্যান, ভোটার আইডি বা পাসপোর্ট থাকে তাহলে ভবিষ্যতে রেফারেন্সের জন্য তাদের নম্বরও রেকর্ড করা উচিত বলে জানিয়েছে সরকার।