খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

শারদীয় দুর্গাপূজায় উৎসব মুখর পরিবেশে উদযাপনে কঠোর নিরাপত্তায় কেএমপি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৯ অক্টোবর ২০২৪


আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপনে মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশের টহল ডিউটি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয়। 
মঙ্গলবার নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের ব্রিফিং অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এ কথা বলেন। যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে তিনি ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সদের ধৈর্য, সহিষ্ণুতা এবং পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।