খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

সোনাডাঙ্গা বাস টার্মিনালে নগর শ্রমিক দলের সমাবেশ

ফ্যাসিবাদের দোসর ও অত্যাচারীদের জায়গা খুলনা বাস টার্মিনালে হবে না

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ০৯ অক্টোবর ২০২৪


নগর বিএনপি’র  আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন ফ্যাসিবাদের দোসর ও অত্যাচারীদের জায়গা খুলনা বাস টার্মিনালে হবে না। তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থেকে দেশের প্রতিটি ইউনিটে কাজ করতে হবে। তারই অংশ হিসেবে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নও এর আওতায় থাকবে। তিনি আরও বলেন, ইউনিয়ন যেন কোন ধরণের দুর্নীতির কবলে না পরে সেদিকেও সকলকে নজর রাখতে হবে। 
তিনি দীর্ঘ সংগ্রাম ও ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার সকল অপচেষ্টা রুখতে এবং সাম্য ও নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নগর শ্রমিক দল আয়োজিত মঙ্গলবার বিকেল ৪টায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফি’র সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন।  
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে বিএনপি নেতা-কর্মীদের নামে এক লক্ষ বিশ হাজার মামলা দায়ের হয়েছিলো। এক কোটি ষাট লক্ষ আসামি করা হয়েছিল। আয়না ঘর বানিয়ে শত শত বিরোধী নেতা-কর্মীদের গুম-খুন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক হাজারের বেশী ছাত্র-শ্রমিক-জনতাকে খুন করা হয়েছে। বিশ হাজারের বেশী আহত হয়েছে। তাদের কথা যেন আমরা ভূলে না যাই।
অনুষ্ঠানের শেষে সভাপতি মজিবর রহমান তার বক্তব্যে বিরিয়ানীর প্যাকেট ও টাকার খামের নির্বাচন থেকে সরে এসে সঠিক পদ্ধতিতে নির্বাচন করার জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান। নির্বাচনের মাধ্যমে যে কমিটি গঠিত হবে তা যেন শ্রমিকদের কল্যাণে আসে এ বলে সভাপতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।   
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাহাবুব হাসান পিয়ারু ও একরামুল হক হেলাল, সোনাডাঙ্গা থানা আহবায়ক হাফিজুর রহমান মনি,আলী আক্কাস, শ্রমিক নেতা আবু বক্কার সিদ্দিক, সৈয়দ আনোয়ার হোসেন, আযম সরোয়ার, জি এম মাহাবুবুর রহমান, সরদার আরব আলী, রাহুল চিশতী, ওয়াদুদ খান, শাহেব আলী, মিজানুর রহমান, ইসলাম খলিফা, ইব্রাহিম খলিলুল্লাহ, মোস্তাফিজুর রহমান তুহিন, রিপন, মন্ট, দুলু, আনিচ, মিকাইল শেখ, জহিরুল ইসলাম, দুলাল, মাসুদ প্রমুখ। এছাড়াও সোনাডাঙ্গা থানার সকল ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।