খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

নগরীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০২:০৯ এ.এম | ০৯ অক্টোবর ২০২৪


খুলনায় সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণ নগরীর বয়রা কলেজ মোড় পিজিএফ কলোনির বাসিন্দা সাঈদুজ্জামানের ছেলে প্রান্ত শেখ (১৯)।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে চা খেতে রূপসা যায়। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রান্ত গ্যাস বোঝাই ট্রাকের নীচে চলে যায়। এ সময় ট্রাকটি তার শরীরের ওপর দিকে চলে গেলে ঘটনাস্থলে প্রান্ত শেখের মৃত্যু হয়।