খুলনা | রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১

আহবায়ক ডিসি সাইফুল ইসলাম, সদস্য সচিব ক্রীড়া অফিসার বকতিয়ার গাজী

খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০১ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


খুলনা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী। কমিটির অন্য সদস্যরা হলেন শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, মোল্লা খায়রুল ইসলাম, মেহেদি হাসান রোহান, কে এম জিয়াউস সাদাত।  
বুধবার খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করার লক্ষে তাদের মতামত প্রদান করেন। 
সভায় সদস্যবৃন্দ দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে খুলনার ক্রীড়াঙ্গণকে দ্রুত সচল করার আশাবাদ ব্যক্ত করেন।