খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নির্দেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ বুধবার বিকালে খালিশপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্ডপের পূজারী ও পূজার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, আহসান হাবিব বাবু, মুনতাসির আর মামুন, হেলাল ফরাজি, মোঃ নাসির উদ্দিন, শওকত আলী বিশ্বাস লাবু, ইয়াসির শেখ, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট খালিশপুর থানার আহবায়ক উজ্জল দাস, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী সুশান্ত কুমার, কোষাধ্যক্ষ  অশোক কুমার, সাইফুর রহমান, রাসেল হোসেন গুডডু, জাকির হোসেন, ছাত্রদল নেতা ইমরান সালেহ সিফাত, জামিউল রহমান অপুর্ব, তারেক হোসেন, সাগর, জুম্মান, কাঞ্চন, মঞ্জুর এলাহী ও বাবু প্রমুখ।