খুলনা | রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খালিশপুর থানা বিএনপি’র জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় খালিশপুর নিউজপ্রিন্ট দলীয় কার্যালয়ে খালিশপুর থানা বিএনপি’র সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
মোঃ হাবিবুর রহমান বিশ্বাস বলেন, হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন মন্দির কিংবা মন্ডপে যেন কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেই দিকে সজাগ থাকতে নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান। 
তিনি বলেন শত কষ্ট হলেও মন্দির ও মন্ডপের নিরাপত্তায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন শান্তিপূর্ণ ভাবে তারা তাদের পূজার আনুষ্ঠানিকতা শেষ করতে পারে। 
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য বিপ্লাবুর রহমান কুদ্দুস, নগর জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সত্যনাত দত্ত, আনজিরা খানাম, আফরোজা জামান, আলমগীর তালুকদার, সালমান মেহেদী, আলাউদ্দিন তালুকদার, শিমুল, সদস্য সচিব মানিক, অমিত মলি­ক, আকাশ, মুজাম কমান্ডার, পলাশ, মোতালেব, বাবু, মিরাজ, আরাফাত, রাজন প্রমুখ।