খুলনা | রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১

কর্মসূচি সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা

বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন শনিবার

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


বিদ্যুতের অবৈধ মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আগামী শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সদস্য সচিব এড. মোহাম্মদ বাবুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা আহŸায়ক মুনীর চৌধুরী সোহেল, উন্নয়ন সংগঠক এম এ কাশেম, খ ম শাহীন হোসেন, এড. মেহেদী হাসান, আরেফীন কবির, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তারা উক্ত দাবি আদায়ে দলমত-অবস্থান নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহŸান জানান।