খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বেনাপোল স্থল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

বেনাপোল প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


আসন্ন শারদীয় দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই প্রতিবেশী দেশের সাথে আমদানি-রপ্তানি টানা পাঁচ দিন বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বুধবার সকালে বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজায় পেট্রাপোল- বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৪ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হবে বলে জানান তিনি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঞা বলেন, ‘বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’
বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, দুর্গাপূজার ছুটি থাকায় ৯ অক্টোবর সকাল থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলে বেনাপোল বন্দর অভ্যন্তরে খালাস প্রক্রিয়া ও কাস্টমসের কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দর এবং কাস্টমসের কার্যক্রম চলবে। পাসপোর্টধারী যাত্রী চলাচল ও স্বাভাবিক থাকবে।