খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

‘জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোন মানুষ অবহেলিত থাকবে না’

পাইকগাছা প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ছাত্র জনতার গণআন্দোলনে দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হলেও সমাজে এখনো অনিয়ম দুর্নীতি রয়ে গেছে। রাষ্ট্র সংস্কার ছাড়া এসব দূর করা সম্ভব নয়। তিনি বলেন বিগত ১৫ বছর আওয়ামী লীগ উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার করে নিজেদের উন্নয়ন করেছে। দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তিনি বলেন জামায়াত জনকল্যাণ মূলক রাষ্ট্র গঠন করার মাধ্যমে দুর্নীতি মুক্ত ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। 
তিনি বুধবার দুপুরে উপজেলা সদরের আল আমিন ট্রাস্ট দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম,  উপজেলা আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহিম,  ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, সাবেক সভাপতি আব্দুল গফুর, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুলবুল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মিজানুর রহমান,  এড. আব্দুল মজিদ, এড. মোর্তজা জামান আলমগীর রুলু, গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মজিদ, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, মাহবুবর রহমান মন্টু কাগজী ও মুজাহিদুল ইসলাম।