খুলনা | মঙ্গলবার | ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৬ পৌষ ১৪৩১

বিএনপি নেতা মোতাচ্ছেরের হত্যাকারী বিচারের দাবি

সাবেক প্রতিমন্ত্রীর ভাই শাহাবুদ্দিনের ছেলের পরিচয়ে কোটি কোটি টাকার মালিক আজাদ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


নগরীর রেলিগেট-দৌলতপুর এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই এপিএস শাহাবুদ্দিনের ছেলের পরিচয়দানকারী আবুল কালাম আজাদ। 
অভিযোগে জানা যায়, রেলিগেট শ্মশান ঘাট থেকে ড্রেজার মেশিন দিয়ে পাইপ লাগিয়ে সিএমবির কলোনীর ভিতর থেকে ৩টি ওয়াল ভেঙে রেল লাইনের নিচ এবং খুলনা-যশোর মহাসড়ক পার করে বিল ডাকাতিয়াসহ বিভিন্ন এলাকায় জমি ভরাটের কাজ করেন। যা কোন সরকারি অনুমোদন নেই। যে কোন সময় রেল এবং যশোর-খুলনা মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 
আবুল কালাম আজাদ মহেশ্বরপাশা (সাহেবপাড়া) মোড়ে বিলাসবহুল বাড়ি করে এবং একটি মটর গ্যারজ সার্ভিসিং সেন্টার ও গোডাউন করেছেন যার আনুমানিক মূল্য ৭০ থেকে ৮০ লাখ টাকা। তার মেয়ে লামিয়া এন্টারপ্রাইজ নামে জমির ব্যবসা করে কোটি কোটি টাকার জমি ক্রয় করেছেন। 
এলাকাবাসী জানায় প্রতিমন্ত্রীর প্রভাবে শশ্মান ঘাটের তেল চুরির সাথে সিন্ডিকেট করে এবং লাখ লাখ টাকা আয় করে। ২০১২ সালে মহেশ্বরপাশা সিএসডি শ্রমিক ইউনিয়ন পরিষদের সভাপতি ও বিএনপি’র নেতা মোতাচ্ছের হোসেনে ও দুপু খুনের আসামি ছিলেন আবুল কালাম আজাদ। প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে বাদীকে দিয়ে মামলা ওঠাতে বাধ্য করে। নিহত মোতাচ্ছের হোসেনের ছেলে সিএসডি শ্রমিক ইউনিয়নের বর্তমান সহ-সভাপতি আরিফ হোসেন তার পিতার হত্যাকারীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। বর্তমানে তার নামে দু’টি নাশকতার মামলা আছে, যার একটি খালিশপুর থানা ও একটি আড়ংঘাটা থানায়।